বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনায় আশ্রয়ণ-২ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় 

বরগুনা প্রতিনিধি

বরগুনায় আশ্রয়ণ-২ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় 

বরগুনায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং সভা হয়েছে। 

শনিবার (৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পিজুষ চন্দ্র দে।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

বরগুনা জেলার ০৪ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের নিকট ৫ম পর্যায়ের ২য় ধাপে বামনা উপজেলায় ৯৯টি, বরগুনা সদর উপজেলায় ১৫০টি, আমতলী উপজেলায় ১০০টি, বেতাগী উপজেলায় ০৪টিসহ বরগুনা জেলায় মোট ৩৫৩টি জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে। একই সঙ্গে এ জেলার বরগুনা সদর ও আমতলী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। 

টিএইচ